ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ইসলাম

দাইয়ুছ কে?

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, আগস্ট ১২, ২০১৫
দাইয়ুছ কে?

সমাজে বহুল প্রচলিত একটি শব্দ হলো দাইয়ুছ। সাধারণত কারও প্রতি প্রবল ঘৃণা প্রকাশের নিমিত্তে দাইয়ুছ শব্দটি একটি গালি হিসেবে ব্যবহার করা হলেও শব্দটি হাদিস শরিফে এসেছে।

আরবি দাইয়ুছ শব্দের অর্থ হল, এমন স্বামী যে স্ত্রী বা পরিবারের (আওতাধীন) কোনো নারীকে পাপাচার, ব্যভিচার করতে বাঁধা দেয় না। এক কথায় বলা যায়, অসতী স্ত্রী বা নারীর আত্মমর্যাদাহীন নির্বিকার স্বামী বা অভিভাবককে হাদিসের পরিভাষায় দাইয়ুছ বলা হয়েছে।

এ সম্পর্কিত বর্ণিত একটি হাদিস হলো- হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, তিন ব্যক্তির ওপর আল্লাহতায়ালা জান্নাতকে হারাম করেছেন। ১. মদে অভ্যস্ত ব্যক্তি, ২. পিতা-মাতার অবাধ্য সন্তান এবং ৩. দাইয়ুছ- যে তার পরিবার বা স্ত্রীর পাপাচারকে সমর্থন করে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘন্টা, আগস্ট ১২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।