ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ইসলাম

কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হবে সকালে (ভিডিওসহ)

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৯, সেপ্টেম্বর ২৩, ২০১৫
কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হবে সকালে (ভিডিওসহ) ছবি: সংগৃহীত

কাবা শরিফের গিলাফ পরিবর্তনের কাজটি অতি সম্মানের কাজ হিসেবে ইসলামের পূর্ব যুগ থেকেই বিবেচিত হয়ে আসছে। বছরে একবার এ পবিত্র ঘরের গিলাফ পরিবর্তন করা হয়।

নিয়ম অনুসারে ৯ জিলহজ আরাফার দিন সকালে পবিত্র কাবাঘর কিছুটা খালি থাকে। ওইদিন এ গিলাফ পাল্টানো হয়। নিয়ম অনুযায়ী আজ কাবা শরিফের গিলাফ পাল্টানো হবে।

এবারের নতুন গিলাফটি তৈরি করতে ১২০ কেজি স্বর্ণ, ৭শত কেজি রেশম সূতা ও ২৫ কেজি রূপা লেগেছে। গিলাফটির দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ৪৪মিটার। গিলাফটির সেলাই কাজে অংশ নিয়েছে দেড় শতাধিক অভিজ্ঞ দর্জি।



মক্কা শরিফের উম্মুল জুদ এলাকায় অবস্থিত কাবার গিলাফ তৈরির জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত ফ্যাক্টরিতে এই গিলাফটি তৈরি করা হয়েছে।



পুরনো গিলাফটি কেটে টুকরো টুকরো করে বিভিন্ন মুসলিম রাষ্ট্র ও সংস্থাকে উপহার হিসেবে প্রদান করা হয়।

কাবার গিলাফ পরিবর্তনের দৃশ্য দেখুন ভিডিওতে 

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমএ

** আজ পবিত্র হজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।