টাঙ্গাইল: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল টাঙ্গাইলে আয়োজিত তিন দিনব্যাপী ইজতেমা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মাখরাজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের আহম্মেদ। মোনাজাতে দেশ, জাতিসহ সমস্ত মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এর আগে বৃহস্পতিবার টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ইজতেমা শুরু হয়। এতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এছাড়া দেশের বাইরে থেকে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের মুসুল্লিরা এতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসআর