ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সিডনিতে ফুল ও পবিত্র কোরআনের বাণী লিখিত লিফলেট বিতরণ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
সিডনিতে ফুল ও পবিত্র কোরআনের বাণী লিখিত লিফলেট বিতরণ

অস্ট্রেলিয়ার মুসলমানরা ইসলামের ভাবমূর্তি উজ্জ্বল করার সিডনির কয়েকটি রাস্তায় পথচারীদের মাঝে পানি, ফুল ও পবিত্র কোরআনে কারিমের আয়াত লিখিত বিভিন্ন লিফলেট বিতরণ করেছেন।

অস্ট্রেলিয়ার মুসলমানদের যুবকদের উদ্যোগে রোববার (৬ ডিসেম্বর) ‘ইসলামি সচেতনতা দিবস’ উদযাপন উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি পালন করা হয়।



প্রচারকৃত লিফলেটে শান্তি প্রতিষ্ঠায় কোরআন-হাদিসের আলোকে ইসলামের নানা কর্মসূচি, বাণী ও নির্দেশনা লিখিত ছিল।

তৃতীয় বারের মতো অস্ট্রেলিয়ার মুসলমানরা এ কর্মসূচি পালন করলেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী মিনার হামিদ নামের এক মুসলিম নারী বলেন, আমি ইসলামকেও পছন্দ করি এবং আমার দেশ অস্ট্রেলিয়াকেও পছন্দ করি। আর এ জন্যই আমার দেশের জননগণকে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ইসলাম হচ্ছে শান্তি এবং মানবতার ধর্ম। আর যারা ইসলামের নামে সহিংসতা দেখায় তারা মুসলমান নয় বরং তারা ইসলামের বড় শত্রু।

প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী মুসলমান সিডনির ব্যস্ত তিনটি এলাকায় জনগণের মাঝে পানি, ফুল ও পবিত্র কোরআন-হাদিসের আলোকে লিখিত লিফলেট বিতরণ করেন।
 


বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।