ধুনট (বগুড়া): আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম স্কুলের সামনের বিশাল ময়দানে আয়োজিত ৩৮তম বিশ্ব ইজতেমায় হাজার হাজার মুসল্লি সমবেত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ফজরের নামাজ আদায় শেষে বগুড়া আহালে সুরা সদস্য প্রফেসর মাওলানা জরজিসের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এ ইজতেমা শুরু হয়।
তিন দিনব্যাপী এ ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বাংলানিউজকে জানান, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধায়নে ইজতেমা পরিচালিত হচ্ছে। সৌদি আরব, ফিলিস্তিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ দেশ-বিদেশের মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছেন। শনিবার (১২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হবে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মুসল্লিদের নিরাপত্তায় ইজতেমা ময়দানে ১০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। এছাড়া ইজতেমা ময়দানের চারপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসআই