ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইসলাম

মাগুরায় কোরআন শিক্ষা কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
মাগুরায় কোরআন শিক্ষা কার্যক্রম শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কল্যাণ সংস্থার উদ্যোগে বয়স্ক শিক্ষা ও কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ওই সংস্থার নিজস্ব চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।



পরে সেখানে এক আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল।

মুক্তিযোদ্ধা মো. বাকি মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রোস্তম আলী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক খুরশিদ হায়দার টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম ও অন্যরা।

এসময় প্রধান অতিথি জনাব রোস্তম আলী সংস্থাটিকে সব ধরনের সহায়তা দেওয়া আশ্বাস দেন।    

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এএটি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।