ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

সূবর্ণচরে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
সূবর্ণচরে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের সেন্টার বাজারে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আঞ্চলিক ইজতেমা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোরে শুরু হওয়া ইজতেমা ২৬ ডিসেম্বর (শনিবার) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।



জেলা তাবলীগ জামাত সূত্র বাংলানিউজকে জানায়, সেন্টার বাজারসহ এর আশপাশের প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে ইজতেমার কর্মযজ্ঞ। ইজতেমা মাঠের চর্তুদিকে বিশাল সামিয়ানা টাঙানো হয়েছে। মুসল্লিদের ইজতেমা মাঠের ১০টি পয়েন্টে দুই হাজার টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমায় দেশের বিশিষ্ট আলেম ওলামাগণ ইসলামের দ্বীনি আলোকে বয়ান করবেন। ইজতেমায় তাবলীগের ভক্ত ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লি শরীক হবেন।

পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বাংলানিউজকে জানান, ইজতেমার নিরাপত্তার জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে। এছাড়া মূল সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশও কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।