ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

নওগাঁয় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
নওগাঁয় তিন দিনব্যাপী ইজতেমা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় তাবলীগ জামায়াতের আয়োজনে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এ ইজতেমা।



বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আসরের নামাজ আদায়ের পর সান্তাহারে ঢাকা রোড ময়দানে আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু হয়।

এরই মধ্যে পৌষ মাসের শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মসুল্লিরা ছুটে এসেছেন ইজতেমা ময়দানে। আগত মুসল্লিদের এলাকাভিত্তিক আলাদা-আলাদা বসার স্থান নির্ধারণ করা হয়েছে। ময়দানের আশেপাশেই রয়েছে মুসল্লিদের জন্য অজু ও স্যানিটেশনের ব্যবস্থা।

এদিকে, ইজতেমাকে কেন্দ্র করে ইজতেমা ময়দানসহ সান্তাহার পশ্চিম ঢাকা রোড ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বসানো হয়েছে পুলিশ ও মেডিকেল ক্যাম্প।

নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা ময়দান ছাড়াও অন্তত এক কিলোমিটার এলাকাজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুরো এলাকা নজরদারিতে রাখা হয়েছে।

পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা ইজতেমা ময়দান এলাকায় মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।