ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ইসলাম

ঈদে মিলাদুন্নবীতে ইসলামিক ফাউন্ডেশনের ১৫ দিনব্যাপী আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, ডিসেম্বর ২৫, ২০১৫
ঈদে মিলাদুন্নবীতে ইসলামিক ফাউন্ডেশনের ১৫ দিনব্যাপী আয়োজন

ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৩৭ হিজরী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করেছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসলামিক ফাউন্ডেশন এ কথা জানায়।



বিবৃতিতে ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন বাদ মাগরিব থেকে ওয়াজ মাহফিল, হামদ না’ত মাহফিল, ক্বিরআত মাহফিল, মাসব্যাপী ইসলামী বইমেলা, রাসূলুল্লাহ (সা.)’র শানে স্বরচচিত কবিতা পাঠের আসর, বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় সপ্তাবহব্যাপী সেমিনার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমানের মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ছেলে-মেয়েদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ইসলামী ক্যালিগ্রাফি, মহানবী (সা.) জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী ইত্যাদি।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।