ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

ইসলাম

২২ জানুয়ারি পালিত হবে ফাতিহা-ই-ইয়াজদাহম

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
২২ জানুয়ারি পালিত হবে ফাতিহা-ই-ইয়াজদাহম বড়পীর আবদুল কাদের জিলানী (রহ.)-এর মাজার কমপ্লেক্স

মঙ্গলবার (১২ জানুয়ারি) আরবি রবিউস সানি মাস শুরু হয়েছে। ফলে আগামী ১১ রবিউস সানি মোতাবেক ২২ জানুয়ারি (শুক্রবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।



ফাতেহা-ই-ইয়াজদাহম বলা হয়, বড়পীর হজরত আবুদল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মৃত্যু দিবসকে। ‘ইয়াজদাহম’ ফার্সি শব্দ। অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে এগারোর ফাতিহাকে বোঝায়। ফাতিহা-ই-ইয়াজদাহম বড়পীর আবদুল কাদের জিলানীর স্মরণে পালিত হয়। মুসলমানদের কাছে ফাতেহা-ই-ইয়াজদাহাম বেশ তাৎপর্যবহ। বাংলাদেশে এদিন ঐচ্ছিক (মুসলিম পর্ব) ছুটি।

মুসলমানদের বিশ্বাস হলো, যেহেতু পৃথিবীতে এখন আর কোনো নবী আসবে না। তাই অলি-অাউলিয়া ও পীর-বুজুর্গরা মানুষকে ইসলামের পথে আহবান করবেন। বিভিন্ন যুগে ও সময়ে মানুষ যখন বিপথে চলে গিয়ে নানা ধরনের ভ্রষ্টতায় পতিত হয়েছিল, তখন অলি-আউলিয়ারা মানুষকে আল্লাহর পথের সন্ধান দিয়েছেন।

বড়পীর আবদুল কাদের জিলানি ছিলেন একজন অলি। যার নাম মুসলমানরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন। মুসলমানদের ধর্মীয় জীবনে তার প্রভাব অপরিসীম। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি মৃত্যুবরণ করেন এবং সেদিন থেকে অদ্যাবধি বিশ্বের মুসলমানরা ওই দিনটিকে ফাতেহা-ই ইয়াজদাহমরূপে পালন করে আসছেন।

শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় ৫০০ বছর পর তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় পৃথিবীর অবস্থা ছিল খুবই শোচনীয়। মানুষ ইসলামের আদর্শ ভুলে বিপথে পা বাড়িয়েছিল, ঠিক এমনি সময় হজরত বড়পীর সাহেব ইসলামের পথে মানুষকে ডাক দিয়েছিলেন।

হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর বাবার নাম সৈয়দ আবু সালেহ এবং মায়ের নাম বিবি ফাতেমা। হজরত আবদুল কাদের জিলানি (রহ.) ৪৭০ হিজরিতে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমি (রহ.)-এর কাছ থেকে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফতপ্রাপ্ত হন। তিনি ছিলেন জাহেরি-বাতেনি উভয় জ্ঞানে জ্ঞানবান।

তার জীবনী ও কীর্তিগাথা মুসলমানদের হৃদয়ে চিরদিন জীবন্ত হয়ে থাকবে। একজন আদর্শ পুরুষ হিসেবে বিশ্ব জগতে মুসলমানদের কাছে গাউসুল আজম হজরত বড়পীর আবদুল কাদের জিলানি (রহ.)-কে পরম ভক্তি, শ্রদ্ধার সঙ্গে চিরকাল স্মরণ করবে।



বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।