ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মাত্র ৭ মাসে পুরো কোরআন মুখস্থ করল জর্ডানের কিশোরী

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
মাত্র ৭ মাসে পুরো কোরআন মুখস্থ করল জর্ডানের কিশোরী

স্বাভাবিকভাবে অনেকের কাছে ১২ বছর বয়সী কারো পুরো কোরআন হেফজের বিষয়টি অসাধারণ মনে হতে পারে। উঠতে পারে এটা নিয়ে নানা প্রশ্নও।

কিন্তু জর্ডানের ১২ বছরের এক কিশোরী মাত্র ৭ মাসে পবিত্র কোরআনে কারিম হেফজ করতে সক্ষম হয়েছেন। তার এমন কীর্তি নিয়ে জর্দানের পত্রিকায় প্রকাশিত হচ্ছে নানা প্রতিবেদন।

হাদিল সাইয়্যিদ আল সিদাভি নামের ওই কিশোরীর ঘটনা সবাইকে বিস্মিত করছে।

হাদিল সাইয়্যিদ জর্ডানের আল রামসা শহরের আবিদাজানা নামক একটি মাদরাসার ছাত্রী। সে নিজের দৃঢ় চেষ্টা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ৭ মাসে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়েছে।

কোরআন হেফজের ব্যাপারে হাদিলের মন্তব্য হলো, ‘আমি যখন আবিদাজানা মাদরাসায় ভর্তি হয়ে পড়তে যাই, তখন মাত্র ৩ পারা কোরআন আমার মুখস্থ ছিল। কিন্তু সেখানকার শিক্ষকদের উৎসাহের ফলে স্বল্প সময়ের মধ্যে পুরো কোরআন হেফজ করতে সক্ষম হই। আমি আসলে জানি না, কীভাবে কী হয়েছে। শুধু এতটুকু বলতে পারি, আমি ক্লান্ত হইনি, কোরআন মুখস্থ করতে আনন্দ পেয়েছি। আমি আনন্দে আনন্দে মুখস্থ করেছি।  

জর্ডানের এ কিশোরী হাফেজের ইচ্ছা ভবিষ্যতে কোরআনের শিক্ষক ও গবেষক হওয়ার।

বলাবাহুল্য, এর পূর্বে জর্ডানে ৮ বছরের নুর আবুল লাইল নামের এক কিশোর সম্পূর্ণ কোরআন হেফজ করে সে দেশের সর্বকনিষ্ঠ হাফেজের খ্যাতি অর্জন করেছেন। হাদিলের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা অফিস সিদ্ধান্ত নিবে খুব দ্রুত।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।