ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ঢাকায় এশায়াত সম্মেলন শুরু

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ঢাকায় এশায়াত সম্মেলন শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বায়তুল মোকাররাম চত্বর থেকে: হাফেজ  মুহাম্মদ হারুনুর রশিদ কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ঢাকায় শুরু হয়েছে  কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফের ঐতিহাসিক এশায়াত সম্মেলন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে দুপুর ১টায় ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে  এ সম্মেলন শুরু হয়।



সম্মেলনে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের বাস্তবায়নে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ তাকরির শুরু করেছেন।

মুহাম্মদ ফয়জুল মামুন খানের সঞ্চালনায় পবিত্র নাতে মোস্তফা (সা.) পেশ করেন শায়েল মুহাম্মদ ইখতিয়ার উদ্দীন শায়ের এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আওলাদে মোস্তফা (সা.) খলিফায়ে রাসুল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলীর পবিত্র শান মোবারকে পবিত্র ক্বছিদা শরীফ পেশ করেন ছৈয়্যদ মুহাম্মদ নাছির উদ্দীন ও শায়ের মুহাম্মদ আলী।

সম্মেলনে প্রধান অতিথি মুনিরীয়া তবলীগ ও যুব তবলীগ কমিটি বাংলাদেশের সভাপতি ও চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব বাদে ইশা থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামের মসজিদের খতিব, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের সম্পাদক ও লেখক, উত্তরা বাড্ডা ইসলামীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ উদ্দীন সম্মেলনস্থলে জোহরের নামাজের ইমামতি করেন। তকরির পেশ করছেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সহ-এশায়াত সম্পাদক মাওলানা সেকান্দর আলী,  তার পূর্বে বক্তব্য রাখেন  ওলামা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ ফোরকান ছাহেবম, সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান নোমান ছাহেব।

মঞ্চে অতিথিদের মধ্যে উপস্থিত রয়েছেন- মাওলানা ফরিদ আহমদ, মাওলানা আবু মোহাম্মদ আজমী, আলহাজ মুহাম্মদ ইউনুছ, মাওলানা মাহবুবুল আলম, এড. মোহাম্মদ আব্দুল হালিম, মাওলানা লোকমানুল ইসলাম, কমিটির দুবাই শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মুনির উদ্দীন। প্রধান আলোচকহিসেবে রয়েছেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।

সেখানে আরও বক্তব্য রাখবেন- আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকি, আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান, আল্লামা এমদাদুল হক মুনিরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।