ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বগুড়া সোনাতলার ওরশ মাহফিল সোমবার

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
বগুড়া সোনাতলার ওরশ মাহফিল সোমবার

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় বার্ষিক ৩৭তম ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে সোমবার (২৯ ফেব্রুয়ারি)।

এটি পূর্ব-বগুড়ার সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান।

স্থানীয় দীঘলকান্দি আব্দুল বাছেত দাখিল মাদ্রাসায় এ মাহফিল অনুষ্ঠিত হবে।
 
রোববার (২৮ ফেব্রুয়ারি) ওরশ মাহফিল সংশ্লিষ্ট মওলানা মো. আব্দুল হালিম বাংলানিউজকে জানান, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল বাছেত নিজামী চিশতির (রহ.) মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এ ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়।
 
তিনি আরও জানান, আয়োজক কমিটি ইতোমধ্যেই ওরশ মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ওরশ মাহফিলে বগুড়া ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্তের আগমন ঘটে।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।