ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

অালবেনিয়ায় প্রথমবারের মতো হয়ে গেলো হেফজ প্রতিযোগিতা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
অালবেনিয়ায় প্রথমবারের মতো হয়ে গেলো হেফজ প্রতিযোগিতা

দক্ষিণ-পূর্ব ইউরোপের ছোট একটি দেশ আলবেনিয়া। বলকান উপদ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তে দেশটির অবস্থান।

আলবেনিয়া জাতিসংঘ, ন্যাটো, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) সদস্য।

আলবেনিয়ার রাজধানী তিরানা এবং এটিই দেশটির সবচেয়ে বড় শহর। আলবেনিয়ার রাষ্ট্রীয় ভাষা আলবেনীয়। ১৯১২ সালের ২৮ নভেম্বর উসমানীয় সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করা দেশটির বর্তমান আয়তন ২৮ হাজার ৭৪৮ বর্গকিলোমিটার। আয়তনের হিসাবে বিশ্বে দেশটির অবস্থান ১৪৩তম।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, দেশটির জনসংখ্যা ২৮ লাখ ২১ হাজার ৯৭৭ জন। ৫৬.৭ শতাংশ নাগরিক ইসলাম ধর্মাবলম্বী। কেউ কেউ অবশ্য দেশটিতে ৭০ শতাংশ মুসলিম থাকার দাবী করেন।

সম্প্রতি আলবেনিয়ায় আল ফোরকান কোরআন ইনস্টিটিউটের উদ্যোগে রাজধানী তিরানায় অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো হেফজুল কোরআন প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতায় ৮২ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা ৫ গ্রুপে অনুষ্ঠিত হয়। পূর্ণ কোরআন শরিফ, ১০ পারা, ৫ পারা, ২ পারা ও ৩০তম পারা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন, আলবেনিয়ার ইসলামি কেন্দ্রের উপপ্রধান বুইয়ার স্পাহিও, সৌদি দূতাবাসের কর্মকর্তা খালেদ বিন ফাহাদ আল মুতাইরি, বিশ্ব হেফজুল কোরআন সংস্থার প্রতিনিধি শেখ আহমাদ বাতিয়া।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।