ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মালয়েশিয়ার আলেমদের ফতোয়া‍

পরিবেশ দূষণ জায়েজ নেই

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
পরিবেশ দূষণ জায়েজ নেই

মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য পার্লিস প্রদেশের ফতোয়া কমিটি ঘোষণা করেছেন, মানুষ, পশুপাখি ও গাছ-গাছালির সুস্থতার ওপর সরাসরি প্রভাব ফেলে এমন পরিবেশ দূষণ জায়েজ নেই।

মালয়েশিয়ার পার্লিস প্রদেশের মুফতি ড. জায়নুল আবেদিন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘ফতোয়া কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে, ইকো সিস্টেমকে ধ্বংস করে ও পরিবেশ দূষণ করে এমন যে কোনো প্রকার পদক্ষেপ থেকে দূরে থাকা সকল মুসলমানের জন্য অবশ্য কর্তব্য।



তিনি বলেন, পরিবেশ দূষণ ইসলাম ধর্মের শিক্ষার পরিপন্থী কাজ। কারণ, ইসলাম এমন একটি ধর্ম- যা তার অনুসারীদেরকে সুস্থভাবে জীবন-যাপন, বিশ্বকে দূষণমুক্ত রাখা এবং যে কোনো প্রকার ক্ষতি সাধন থেকে দূরে থাকার প্রতি আহবান জানায়।

উল্লেখ্য, মালয়েশিয়ার ২ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে শতকরা ৬০ ভাগ মুসলমান। এ ছাড়া ৩৫ ভাগ বৌদ্ধ, হিন্দু ও খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এমএ

** পরিবেশ রক্ষায় ইসলামের পদক্ষেপ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।