ইরানের অন্ধ হাফেজ সামা বাবা’র স্বপ্ন- কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে বিশ্বসেরা হওয়া। বিশ্বের অগণিত দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষে কথা বলা।
২১ বছরের তরুণী সামা তার স্বপ্নপূরণের লক্ষে জর্ডানে শুধু নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন।
আগামী ৯ এপ্রিল জর্ডানের কোরআনে কারিমের তেলাওয়াত ও হেফজ বিভাগে প্রতিযোগিতাটি শুরু হবে। ওই প্রতিযোগিতায় সামা শীর্ষস্থান অর্জনের জন্য লড়বেন।
জর্ডানের আওকাফ এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অায়োজনে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
প্রতিযোগিতাটি শেষ হবে আগামী ১৪ এপ্রিল। ওইদিন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সামা বাবা ইরানের রাজধানী তেহরানে বসবাস করেন। এর আগে তিনি ইরানের ৩৮তম জাতীয় কোরআন প্রতিযোগিতায় ৮৫.৬১ নম্বর অর্জন করে শীর্ষস্থান পেয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এমএ/