মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সোমবার (২ মে) রাতে শুরু হয়েছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন মালয়েশিয়ার রাজা আবদুল হালিম মুয়াজ্জাম শাহ।
প্রতিযোগিতার আয়োজক মালয়েশিয়ার আওকাফ ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়। এতে নারী ও পুরুষরা আলাদা আলাদা গ্রুপে অংশ নিচ্ছে। প্রতিযোগিতাটি হেফজ ও কেরাত বিভাগে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে ৬৯টি দেশের প্রতিনিধি। তবে সব দেশের প্রতিনিধিরা দুই বিভাগে অংশ নিচ্ছে না।
বাংলাদেশ থেকে কারি তাওহিদ বিন আলী ও কারি শামসুন্নাহার সিদ্দিকা শুধু কেরাত বিভাগে অংশ নিচ্ছেন। তারা ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়া ও সংস্কৃতি বিভাগের মাধ্যমে নির্বাচিত হয়ে মালয়েশিয়া যাওয়ার টিকিট লাভ করেন।
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৫৮তম আসর হচ্ছে এবার। প্রতিযোগিতা চলবে পাঁচদিন। আগামী ৮ মে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে নারী ও পুরুষ উভয়ের জন্য থাকছে ১৮ হাজার ডলার মূল্যের সোনার বার ও নগদ ১০ হাজার ডলার।
‘ঐক্য; জাতীর উন্নয়নের মূল চাবিকাঠি’ শীর্ষক আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন মিসর, সৌদি আরব, কাতার, লেবানন, জর্ডান, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিখ্যাত কারিরা।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, মে ০৩, ২০১৬
এমএ/