ঢাকা: ১৪৩৭ হিজরি সনের পবিত্র লাইলাতুল বারাআতের তারিখ নির্ধারণ, শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বৃহস্পতিবার (০৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনিবার (০৭ মে) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে (৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭) ও ফ্যাক্সে (৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১) বা অন্য কোনো উপায়ে জানাতে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এটি