ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

আল্লাহর প্রিয়পাত্র হওয়ার আমল

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
আল্লাহর প্রিয়পাত্র হওয়ার আমল

আল্লাহতায়ালা বান্দাকে তার প্রিয় বস্তুর দিকে রাস্তা দেখান এবং প্রিয় বস্তুগুলোকে বান্দার জন্য অত্যন্ত সহজ করে দেন। যেসব আমল আল্লাহতায়ালা তার বান্দাদের থেকে অধিক পছন্দ করেন এবং অধিক খুশি হন, সেগুলো করতে সচেষ্ট হতে হবে আমাদের।

তাহলে আল্লাহতায়ালার প্রতি ভালোবাসা পূর্ণতা লাভ করবে এবং বান্দার প্রতি আল্লাহর মহব্বত বাস্তব রূপ নেবে।

সুতরাং আমাদের জানতে হবে, কোন আমল আল্লাহতায়ালা অধিক পছন্দ করেন এবং কোন আমল করলে তিনি অধিক খুশি হন। এরপর সেগুলোর ওপর আমল করতে হবে। মহান আল্লাহর কাছে সেগুলো আমল করার তওফিক চাইতে হবে।

হাদিসে বর্ণিত আছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে এভাবে দোয়া করতেন-

‘আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ুহিব্বুকা, ওয়া হুব্বাল আমালাল্লাযি ইয়ুবাল্লিগুনি হুব্বাকা, আল্লাহুম্মাজ-আল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মা-ইল বা-রিদি। ’ –সুনানে তিরমিজি : ৩৪১২

হাদিসে বর্ণিত এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে আল্লাহর প্রিয়পাত্র হওয়া যায় বলে আলেমরা অভিমত ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘন্টা, মে ২৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।