ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

স্পেনের মসজিদ নির্মাণে এগিয়ে এলেন মালয়েশিয়ার শিল্পীরা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১৬
স্পেনের মসজিদ নির্মাণে এগিয়ে এলেন মালয়েশিয়ার শিল্পীরা ছবি: সংগৃহীত

স্পেনের সেভাইল (Seville) শহরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় মুসলিম অধিবাসীরা। কিন্তু টাকার অভাবে কাজ এগুচ্ছে না।

তাই মসজিদটি নির্মাণে অর্থ সংগ্রহে এগিয়ে এলেন মালয়েশিয়ার কয়েকজন কণ্ঠশিল্পী ও চিত্রকর।

‘এ টাইল ফর সেভাইল’ শিরোনামের এ প্রচারণা শুরু হয়েছে ২৪ মে থেকে এবং এতে অংশ নিয়েছেন মালয়েশিয়ার জনপ্রিয় ফিন জামাল ও ফারাহ ফৌজানাসহ বহু শিল্পীরা।

আগামী ছয়মাস টানা প্রচারণা চালিয়ে তারা মসজিদের নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করবেন।

জায়গা কেনাসহ মসজিদটি তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ ইউরো। বাংলাদেশি টাকায় প্রায় দেড়শ কোটি টাকা।

ইতোমধ্যেই মসজিদের নির্মাণে অর্থ সহায়তার আবেদন জানিয়েছেন স্পেনের গ্রানাডা মসজিদের সভাপতি মালিক আবদুর রহমান এবং সেভাইল মসজিদের পরিচালক ইবরাহিম হার্নান্দেজ।

আলোচিত এই শিল্পীরা বিভিন্ন চ্যারিট শো, চিত্র প্রদর্শনী, টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে মসজিদের জন্য মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করবেন। এ লক্ষে তারা কাজ শুরুও করে দিয়েছেন।  

উল্লেখ্য যে, স্পেনের ইতিহাসের বাঁকে বাঁকে মুসলিম ঐতিহ্য বিদ্যমান থাকলেও নানাবিধ কারণে স্পেনে মুসলমানের সেই ঐতিহ্য ধরে রাখা সম্ভব হয়নি। বর্তমানে স্পেনে মুসলমানের সংখ্যা ৭.২ শতাংশের কিছু বেশি।

-ওয়ার্ল্ড বুলেটিন অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘন্টা, মে ২৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।