উত্তর আমেরিকার ইসলামি নেশনস রিলিফ সেন্টারের স্বেচ্ছাসেবকরা ম্যারিল্যান্ড প্রদেশের বাল্টিমোর শহরের গৃহহীন ও দরিদ্র ব্যক্তিদের মাঝে ৭০০ প্যাকেট বিশেষ উপহার বিতরণ করেছে।
রোববার (২৯ মে) এসব উপহার বিতরণ করা হয়।
আমেরিকার ইসলামিক অর্গানাইজেশনের সভাপতি আসলাম হোসেইন খালিদ এ কর্মসূচি সম্পর্কে বলেন, দ্বিতীয় বছরের মতো আমরা দরিদ্রদের মাঝে এসব সাহায্য বিতরণ করছি। আসন্ন রমজানেও আমরা আবার উপহার বিতরণ করবো।
লিনডেন পার্কের ৬৮ বছরের অধিবাসী নাইম বেগ বলেন, ইসলাম তো সর্বদা অসহায়ের পাশে দাঁড়াতে বলে, আমরা এর কিছুটা বাস্তবায়ন করেছি মাত্র। আশা করি, এর ফলে শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে অন্য ধর্মাবলম্বীরা ভালো একটা ম্যাসেজ পাবে। এই পরিকল্পনার মাধ্যমে ইসলাম ধর্মের রূপ ভালোভাবে ফুটে উঠবে।
তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের স্বেচ্ছাসেবীরা তাদের অন্তরের গহীন থেকে কাজটি সম্পাদন করেছেন। যদি সকলেই এভাবে এক-অপরের পাশে এসে দাঁড়াত তাহলে পৃথিবী অনেক ভালো হতো।
বিতরণকৃত উপহারের প্যাকেটে ছিলো, শুকনো খাবার, ফল, পানি, টুথব্রাশ, টুথপেষ্ট, ডিটারজেন্ট পাউডার ও জামাকাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘন্টা, জুন ০১, ২০১৬
এমএ/
**তিউনিসিয়ায় রমজানে কোরআন বিতরণ করা হবে
**আমেরিকার রাস্তায় রমজান উপলক্ষে ফুল ও উপহার বিতরণ
**রাশিয়ায় ১০ হাজার রোজাদার একসঙ্গে ইফতার করবেন