ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

রমজান উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ৬, ২০১৬
রমজান উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলা

ঢাকা: পবিত্র রমজান মাস (১৪৩৭ হিজরি) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (০৬ জুন) থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে।

বিকেলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান মেলার উদ্বোধন করেন।

পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বাংলানিউজকে জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে এ মেলা সোমবার থেকে শুরু হয়ে রমজান মাস জুড়ে চলবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জন সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এবারের মেলায় ৬১টি স্টল থাকছে। পবিত্র কোরানের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ মেলায় স্থান পেয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এসএমএ/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।