ঢাকা: এ বছর ১ লাখ ১ হাজার সাতশ’ ৫৮ জন হজযাত্রী পবিত্র হজ করতে যাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তবে ৫ হাজার জন হজযাত্রী বাড়তে পারে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, আগামী ৪ আগস্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স সমানভাবে হজযাত্রী বহন শুরু করবে। হজের ফিরতি ফ্লাইট ৫ সেপ্টেম্বর।
মঙ্গলবার (০৭ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
আরএম/এএটি/এএসআর