হজরত আবু মুসা আশআরি (রা.) বলেন, নবী করিম (সা.) একদিন আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডারের একটি বাক্য বলে দেব? আমি নিবেদন করলাম, অবশ্যই বলে দিন। তিনি বললেন-
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
উচ্চারণ: লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর সাহায্য ছাড়া গোনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে লিপ্ত হওয়া সম্ভব না।
আলেমরা বলেন, বেশি বেশি এ বাক্য পাঠে মানুষের গোনাহ মাফ হয়, ইবাদতের প্রতি ঝোঁক সৃষ্টি হয়। ফলে ওই বান্দা আল্লাহর প্রিয়পাত্র হয়ে উঠে। আর আল্লাহর প্রিয়দের জন্য রয়েছে বেহেশত।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘন্টা, জুন ১১, ২০১৬
এমএইউ/