ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

ইরানের হান্নানা খালাফি ১০ বছর বয়সে হেফজ শেষ করেছেন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
ইরানের হান্নানা খালাফি ১০ বছর বয়সে হেফজ শেষ করেছেন হান্নানা খালাফি

ইরানের রাজধানী তেহরানে ২৪তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ওই প্রদর্শনীতে এসেছিলেন দেশটির ১০ বছর বয়সী কোরআনের হাফেজ হান্নানা খালাফি।

তাকে দেখতে ও তার কোরআন তেলাওয়াত শুনতে মানুষের ভীড় জমে যায়।

ইরানের এই ক্ষুদে কোরআনের হাফেজ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন।

ফার্সি ১৩৮৫ সালের ২২ শে আবান মাসে হান্নানা খালাফি জন্মগ্রহণ করেন। ইরানে যে সব হাফেজে কোরআন রয়েছেন, তাদের মধ্যে তিনি শীর্ষে রয়েছেন।

১০ বছরের এই কোরআনের হাফেজ বেশ কয়েক পন্থায় কোরআন মুখস্থ করেছেন এবং ইরানের ৩৭তম জাতীয় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘন্টা, জুন ১৭, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।