ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

উদ্বেগ ও চিন্তামুক্তির দোয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
উদ্বেগ ও চিন্তামুক্তির দোয়া

একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। শোকাহত মানুষ।

অজানা উদ্বেগ আর আশঙ্কা সবার মনে। চলমান উদ্বেগ দূর করতে বেশি বেশি পাঠ করতে পারেন এ দোয়াটি।

নিম্নে উল্লেখিত দোয়াটিকে সব ধরনের চিন্তামুক্তির দোয়া বলে আখ্যায়িত করা হয়। সাহাবি হজরত আবু দারদা রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘যে ব্যক্তি সকালে সাত বার এবং বিকালে সাত বার এ দোয়া পাঠ করবে আল্লাহতায়ালা তাকে দ্বীন ও দুনিয়ার সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন। ’ -সুনানে আবু দাউদ: ৫০৮৩, কানজুল উম্মাল: ৫০১১
দোয়াটি হলো-
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আজীম।

অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তারই ওপর আমি ভরসা করি। তিনিই মহা আরশের অধিপাতি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet