রিয়াদ: আগামী শুক্রবার কাবা ঘরের ঠিক উপরে অবস্থান করবে সূর্য। আর এসময় কাবা ঘরের কোনো ছায়া দেখা যাবে না।
ওই দিন (১৫ জুলাই) দুপুর ১২টা ২৭ মিনিটে (জোহরের নামাজের পর) সূর্য মধ্য আকাশে অবস্থান করবে। এসময় অতিবেগুনি রশ্মির মাত্রাও হবে তীব্র। তাই সূর্যের দিকে খালি চোখে তাকাতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা।
জেদ্দার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট মাজেদ আবু জহিরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় একটি গণমাধ্যম।
সূর্যের এই অবস্থানকে ‘ছায়া শূন্য (জিরো শ্যাডো)’ অবস্থা বলে চিহ্নিত করেন মহাকাশ বিজ্ঞানীরা। আর বছরে অন্তত দুইবার পবিত্র মক্কা নগরীর ক্ষেত্রে এই ঘটনা ঘটে।
গবেষকরা জানান, পবিত্র কাবা ঘরটি বিষুব রেখা ও কর্কটক্রান্তির মাঝখানে অবস্থিত হওয়ায় এমনটা ঘটে। ১৫ জুলাই ছাড়াও প্রতি বছর ২৮ মে একই ঘটনা ঘটে, জানান আবু জহির।
পৃথিবীর অক্ষরেখায় সূর্য ২৩.৫ ডিগ্রি কৌণিক অবস্থান নিয়ে বিষুব রেখার উত্তর ও দক্ষিণ দিকে ঘুরতে থাকে। এভাবে একবার উত্তর গোলার্ধে একবার দক্ষিণ গোলার্ধে যায়। আর এই আসা যাওয়ার পথে বছরে দুইবার সরাসরি উপরে অবস্থান নিয়ে পবিত্র কাবা শরীফকে ছায়াশূন্য করে দেয়।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এটি