আমেরিকার উত্তপ্ত পরিবেশ ছাপিয়ে রাজধানী ওয়াশিংটনের রেডমন্ড মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক ফ্রি স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত বেশ আলোচনার জন্ম দিয়েছে। এমন সিদ্ধান্ত মুসলমানদের ইতিবাচক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওয়াশিংটনের সিয়াটেল শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত রেইনার ভ্যালি ক্লিনিকের সহযোগিতায় এবং রেডমন্ডের ইসলামিক সেন্টার এবং প্রজেক্ট সেন্ট নামক ইসলামি ইন্সটিটিউটের পক্ষ থেকে অভাবীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য রোববার (১৭ জুলাই) একটি ক্লিনিক চালু করা হয়েছে।
এই প্রকল্পের অন্যতম স্বপ্নদ্রষ্টা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নেহাত শরিফ (Nehath Sheriff) জানিয়েছেন, ফ্রি স্বাস্থ্যসেবা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব অভাবগ্রস্তদের জন্য প্রযোজ্য হবে। আর আমেরিকার গণমাধ্যম এটাকে ‘মসজিদ ক্লিনিক’ ও ‘মসজিদ স্বাস্থ্যসেবা’ বলে আখ্যায়িত করেছে।
ওয়াশিংটনের মতো শহরে মসজিদভিত্তিক এমন অলাভজনক সেবা প্রদানের ক্লিনিক এটাই প্রথম। মসজিদের অন্তর্ভুক্ত এই ক্লিনিকে রোগীদের বিভিন্ন টেস্ট, প্রশিক্ষণমূলক বৈঠক, রোগ প্রতিরোধের উপায় ও রোগ নিরাময় বিষয়ক নানা তথ্য প্রদান করা হবে।
প্রতি রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই মসজিদ ক্লিনিকে স্বাস্থসেবা প্রদান করা হবে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এমএইউ/