ফিলিপাইন, নাইজেরিয়া ও সিয়েরা লিওনের মতো অনুন্নত ও দরিদ্র দেশে ২ লাখ ৮০ হাজার অনূদিত পবিত্র কোরআন বিতরণ করেছে কাতারের মানবিক সেবা ফাউন্ডেশন (আরএএফ)।
এসব কোরআন বিতরণ করা হয়েছে বিশ্বের ৫০টি দরিদ্র দেশে।
মানবিক সেবা ফাউন্ডেশন (আরএএফ) এর আগে আরও অন্যান্য দেশের ভাষায় অনূদিত কোরআন বিতরণ করেছে। অনূদিত কোরআন বিতরণ প্রকল্পের প্রথম পর্যায়ে কাতারের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় দেওয়া হয় ৪ লাখ ৯০ হাজার কোরআন। ওই প্রকল্পে খরচ হয় প্রায় ১ কোটি কাতারের মুদ্রা। এসব খরচ সংগ্রহ করা হয় দাতাদের কাছ থেকে।
বলাবাহুল্য, বিশ্বের দরিদ্র রাষ্ট্র বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে পবিত্র কোরআনের সঙ্কট রয়েছে। এমনকি দরিদ্র দেশসমূহের অনেক গ্রামে শুধু এক খণ্ড কোরআন আছে। এ সঙ্কট কাটাতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোরআন বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমএইউ/