মহান আল্লাহতায়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠের তথা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করার আদেশ করেছেন। নিশ্চয় আল্লাহতায়ালা এবং তার ফেরেশতারা নবীর ওপর রহমত বর্ষণ করেন।
এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহর কাছে দরুদ শরিফের গুরুত্ব ও মাহাত্ম্য কী পরিমাণ এবং এটা যে কত প্রিয় আমল। এই আমল নবীজির ও আল্লাহতায়ালার মাহবুব ও প্রিয়পাত্র হওয়ার বড় সহায়ক। কিছু দরুদ শরিফ উল্লেখ করা হলো।
এক.
হজরত কাব ইবনে উজরা (রা.) থেকে বর্ণিত, তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন- কীভাবে আমরা আপনার ওপর দরুদ পড়ব? তখন নবীজি বললেন, ‘তোমরা এভাবে বল-
‘আল্লাহুম্মা সল্লিআলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মাদ- কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়ালা আলী ইবরাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইবরাহিমা ওয়ালা আলী ইবরাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ।
অর্থ: ইয়া আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদের পরিবার এবং পরিজনের ওপর রহমত বর্ষণ করুন। যেভাবে রহমত বর্ষণ করেছেন ইবরাহিম আলাইহিস সাল্লাম ও তার পরিবার পরিজনের ওপর। নিশ্চয় আপনি প্রশংসিত ও মহান। ইয়া আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদের পরিবার এবং পরিজনের ওপর বরকত করুন। যেভাবে বরকত নাজিল করেছেন ইবরাহিম আলাইহিস সাল্লাম ও তার পরিবার পরিজনের ওপর। নিশ্চয় আপনি প্রশংসিত ও মহান। -সহিহ বোখারি
দুই.
হজরত আবু মাসউদ আনসারি (রা.) থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এইভাবে দরুদ পড়-
‘আল্লাহুম্মা সল্লিআলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়ালা আলী মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইবরাহিমা ফিল আলামিন ইন্নাকা হামিদুন মাজিদ।
অর্থ: ইয়া আল্লাহ! আপনি মুহাম্মদ ও মুহাম্মদের পরিবারের ওপর রহমত নাজিল করুন, যেমনিভাবে ইবরাহিমের ওপর নাজিল করেছেন এবং পৃথিবীতে মুহাম্মদ ও মুহাম্মদের পরিবার এবং পরিজনের ওপর বরকত নাজিল করুন, যেমনি ইবরাহিমের পরিবারের ওপর বরকত নাজিল করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত মহান। ’ -সহিহ মুসলিম
তিন.
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, (নবীবে প্রশ্ন করা হলো)‘হে আল্লাহর রাসূল! আমরা আপনার ওপর কীভাবে দরুদ পড়ব?’ তিনি বললেন, ‘তোমরা বল-
আল্লাহুম্মা সল্লিআলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া বাকির আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন কামা বারাকতা ওয়ালা আলী ইবরাহিমা।
অর্থ: ইয়া আল্লাহ! আপনার রাসূল ও বান্দা মুহাম্মদের ওপর রহমত নাজিল করুন, যেমনিভাবে ইবরাহিমের ওপর নাজিল করেছেন এবং মুহাম্মদের ওপর ও মুহাম্মদের পরিবারের ওপর বরকত নাজিল করুন, যেমনিভাবে বরকত নাজিল করেছেন ইবরাহিমের পরিবারের ওপর। ’ –সহিহ বোখারি
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এমএইউ/