সৌদি সরকার ২০১২ সালে অলিম্পিক আসরে নারী অ্যাথলেটদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ফলে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সৌদি আরব থেকে হিজাব পড়ে প্রথম দৌড়বিদ হিসেবে অংশ নেন সারা আত্তার নামের এক অ্যাথলেট।
সারা আত্তারের পথ ধরে কারিমান আবুল জাদায়েল (Kariman Abul jadayel) নামের আরেক নারী অ্যাথলেট রিও অলিম্পিক আসরে অংশ নেন। তিনি প্রথম সৌদি নারী অ্যাথলেট হিসেবে অলিম্পক গেমসের ১০০ মিটার স্প্রিন্টে হিজাব পরে দৌঁড়ান।
কারিমান মাত্র ১৪.৬১ সেকেন্ডে দৌড় শেষ করে সপ্তম হয়ে হিটেই থেকে বাদ পড়ে গেছেন, ফাইনালের জন্য নির্বাচিত হতে পারেননি। তবে তার এই দৌঁড় উপস্থিত দর্শকদের দৃষ্টি দারুণভাবে আকর্ষণ করে। দর্শকরা তাকে হাততালি দিয়ে উৎসাহ দেয়।
২২ বছর বয়সী কারিমান সৌদি আরবের তৃতীয় নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিক গেমসে অংশ নিলেন।
এদিন ট্র্যাকে কারিমানের সঙ্গে হিজাব পড়ে আরেক আফগান প্রমীলা অ্যাথলেট অংশ নেন। তার নাম কামিয়া ইউসুফি। হিটে তিনি সবশেষ স্থানটি অর্জন করেছেন।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এমএইউ/