ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হজ পালনকারীদের যাতায়াতে বিশেষ ট্রেন ‘হজ মেট্রো’

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
হজ পালনকারীদের যাতায়াতে বিশেষ ট্রেন ‘হজ মেট্রো’ ছবি: সংগৃহীত

সৌদি আরবে হজ পালনের জন্য আগতদের হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে একাধিক স্থানে যেতে হয়। কিন্তু ওইসব জায়গাগুলোর মধ্যকার দূরত্ব অনেক বেশি।

এতে হাজিদের কম-বেশি বিড়ম্বনায় পোহাতে হয়। এ বিড়ম্বনা লাঘবে সৌদি কর্তৃপক্ষ ২০১০ সালে চালু করে ট্রেন সার্ভিস। এই ট্রেন হাজি সাহেবদের কষ্ট অনেকটাই লাঘব করে দিয়েছে। আগে যেসব জায়গায় যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় হতো, এখন সেখানে মাত্র কয়েক মিনিটেই যেতে পারছেন হাজিরা।

হজের আনুষ্ঠানিকতা সারতে হয় এমন স্থানগুলোতে যাতায়াতকারী মাশায়ের রেলওয়ে কর্তৃপক্ষের ট্রেনগুলো ‘হজ মেট্রো’ হিসেবে পরিচিত। এখন এসব ট্রেনেই হাজিরা বেশিরভাগ সময় যাতায়াত করে থাকেন। হাজিদের ওই সব স্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি জামারাত (পাথর নিক্ষেপের স্থান) ব্রিজেও চলাচল করে এসব ট্রেন। এই ব্রীজ থেকেই শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেন হাজিরা।

আগে হাজার হাজার যানবাহন দরকার হতো এসব জায়গায় যেতে। আর কিছু কিছু গাড়িচালক ট্রাফিক আইন-ই মানতে চাইতেন না। এছাড়া যানবাহনের অবস্থাও ভালো ছিলো না। অনেক গাড়িই ভাঙাচোরা, পুরনো। অতিরিক্ত যানবাহন এবং চালকদের ট্রাফিক আইন ভঙের কারণে রাস্তায় প্রায় সময়েই তীব্র যানজট সৃষ্টি হতো। ফলে বাধ্য হয়েই হাজিদের গাড়ির ভেতর ছয় থেকে সাত ঘণ্টা বসে থাকতে হতো। অথচ এখন কয়েক মিনিটেই নির্ধারিত স্থানে পৌঁছাতে পারছেন হাজি সাহেবরা।

বিষয়টিকে সৌদি আরবের ইতিহাসের অন্যতম বৈপ্লবিক পরিবর্তন হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ২০১০ সালের হজ মৌসুমে ১৮.২ কিলোমিটার দীর্ঘ ওই রেলওয়ে প্রজেক্টের উদ্বোধন করা হয়। প্রত্যেক জায়গায় যেতে তিনটি স্টেশনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে হাজিরা খুব সহজেই ট্রেনে উঠতে পারেন। ট্রেনে বেশ কয়েকটি সেন্সর গেট আছে যার মাধ্যমে হাজিদের চিহ্নিত করে রাখা সহজ। প্রত্যেকটি স্টেশনেই আছে সুপরিসর ওয়েটিং রুম। যাতে নির্দিষ্ট সময়ে তিন হাজার হাজি সেখানে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারেন। আর উচ্চ গতিসম্পন্ন এসব ট্রেনে যাত্রীরা আরামের সঙ্গে ভ্রমণ করছেন।

১৮.২ কিলোমিটারের এই রেলপথটির মাধ্যমে পবিত্র শহর মক্কার সঙ্গে মিনা, আরাফাত ও মুজদালিফার সংযোগ স্থাপিত হয়েছে। ঘণ্টায় ৭২ হাজার যাত্রী বহনের উপযোগী করে এটাকে নির্মাণ করা হয়েছে।

-আরব নিউজ অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এমএইউ/
আরও পড়ুন>>
** হে আল্লাহ! পবিত্র হজের জন্য আমাদের কবুল করো
** এবার হজ পালনে যাচ্ছেন রেকর্ডসংখ্যক ১ লাখ ৫৬ হাজার ভারতীয়
** মদিনা শরিফে আল্লাহর নাম সংবলিত প্রদর্শনীতে হাজীদের ভিড়
**
 প্রাচীন ও বৃহৎ কোরআনের প্রদর্শনী চলছে মসজিদে নববীর আঙিনায়
** প্রতিদিন ১২০টি রহমত বর্ষিত হয় পবিত্র কাবাঘরে
** নবীর কদম মোবারকের স্পর্শে ধন্য মদিনার মাটিতে রয়েছে অজস্র বরকত
‍** হজযাত্রী ছাড়া অন্যদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি
** সাম্যবাদের কথাকে মনে করিয়ে দেয় হজ
** পবিত্র হজ হোক সেলফিমুক্ত
** চীন থেকে সাইকেল চালিয়ে হজে
** দিনাজপুরের হাজী মহিউদ্দিন পায়ে হেঁটে হজ পালন করেছেন
** কাবার মেহমান হজযাত্রীদের সঙ্গে প্রতারণা নয়
** কবুল হজ নসীবের আমল ও শর্তাবলী
** হজের সময় থাকবে তীব্র গরম আবহাওয়া
** জমজম কূপ থেকে প্রতি সেকেন্ডে তোলা হয় ১৯ লিটার পানি
** কাবা শরিফ দেখলেই হজ ফরয হয় না
** হজের সফরে মৃত্যুও সৌভাগ্যের!
** হজের সময় মক্কার ৩৩ হাজার দোকানে চলবে নজরদারি
** পুরনো দিনের হজ পালনের কিছু দুর্লভ ছবি
** হজ শুধু আনুষ্ঠানিকতার নাম নয়, সর্বোত্তম ইবাদত
** পবিত্র হজে পাথর নিক্ষেপের সময়সূচি পুনর্নির্ধারণ​
** এক হাজার ফিলিস্তিনিকে এবারও হজ করাবেন সৌদি বাদশাহ সালমান
** মক্কায় ঢুকতে পারলো না দুই লাখ অবৈধ হজযাত্রী
** পবিত্র মক্কা-মদিনার যেসব স্থানে দোয়া কবুল হয়
** কাবা শরিফের নতুন গিলাফ হস্তান্তর, পরানো হবে হজের দিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।