ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হজ পালনে গিয়ে ৬৩ বাংলাদেশির মৃত্যু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
হজ পালনে গিয়ে ৬৩ বাংলাদেশির মৃত্যু ছবি: সংগৃহীত

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৬৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের (www.hajj.gov.bd) হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্যানুযায়ী শুক্রবার মধ্যরাত (২৩ সেপ্টেম্বর)) পর্যন্ত হজে ৪৭ জন পুরুষ ও ১৬ জন মহিলা ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কা শরিফে ৪৯, মদিনা শরিফে ৮, জেদ্দায় এক ও মিনায় ৫ জন মারা যান।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৭৫৮ জন।

বুলেটিনে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২৩ জন হজযাত্রীকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।