চুয়াডাঙ্গা: আগামী বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা।
ইজতেমা উপলক্ষে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এদিকে, শেষ দিকে এসে দিন-রাত সমানতালে চলছে ইজতেমা ময়দান উপযোগী করে তোলার কাজ। প্রায় ৫০ হাজার মুসল্লির ধারণক্ষমতা সম্পন্ন মাঠ তৈরিতে বাঁশ ও চাঁটাই দিয়ে প্যান্ডেল তৈরি, মাটি ভরাট কাজ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপন, অজুখানা ও টয়লেট তৈরি এবং রান্নার স্থান তৈরির কাজ গত দুই সপ্তাহ আগে শুরু হয়েছে।
এসব কাজে জেলার বিভিন্ন স্থানের ধর্মপ্রাণ মুসল্লিরাসহ তাবলীগ জামায়াতের কর্মীরা ও স্থানীয় শত শত মানুষ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন।
ইজতমা ময়দানে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি বিদেশি মুসল্লিদের জন্যও পৃথক ব্যবস্থা করা হয়েছে।
চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বাংলানিউজকে জানান, ইজতেমা ময়দানে কাউকে যাতে বিড়ম্বনায় না পড়তে হয় এজন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সরবারহ ও গোটা ময়দানজুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, ইজতেমা ময়দানে নাশকতা প্রতিরোধে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এছাড়া সাদা পোশাকের কয়েকটি ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
ইজতেমা ময়দানজুড়ে থাকা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য কয়েকটি মনিটরিং টিম কাজ করবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআর