চুয়াডাঙ্গা: ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোরে মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন সৌদি জামাতের আমির আহম্মেদ আলী।
ইজতেমা মাঠে জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি আশপাশের জেলা থেকেও মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। প্রায় ৫০ হাজার মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে বুধবার থেকেই।
ইজতমা ময়দানে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি বিদেশি মুসল্লিদের জন্যও রাখা হয়েছে পৃথক ব্যবস্থা।
ইজতেমা ময়দানে নাশকতা প্রতিরোধে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এছাড়া সাদা পোশাকের কয়েকটি ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরএ