ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মসজিদ পরিদর্শন করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
মসজিদ পরিদর্শন করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ছবি: সংগৃহীত

রোববার সকালে হিজাব পরিহিত অবস্থায় বায়তুর রহমান নামের মসজিদ পরিদর্শনকালে নিকোলা স্টারজিওন ধর্ম ও সংস্কৃতির বৈচিত্রতা এবং পারস্পারিক সমঝোতার প্রতি গুরুত্বারোপ করেন। মসজিদ পরিদর্শনকালে ওই মসজিদের মুসল্লি ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকেও মিলিত হন তিনি। 

গ্রেট ব্রিটেনের অংশ স্কটল্যান্ডের পুলিশ বাহিনীতে মুসলিম নারীদের উৎসাহী করতে স্কটল্যান্ড পুলিশ তাদের ইউনিফর্মে হিজাবের অনুমোদন দিয়েছে কয়েকমাস আগে। এবার স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) নেতা নিকোলা স্টারজিওন (Nicola Sturgeon) গ্লাসগোর একটি মসজিদ পরিদর্শন করলেন।

 

রোববার সকালে হিজাব পরিহিত অবস্থায় বায়তুর রহমান নামের মসজিদ পরিদর্শনকালে নিকোলা স্টারজিওন ধর্ম ও সংস্কৃতির বৈচিত্রতা এবং পারস্পারিক সমঝোতার প্রতি গুরুত্বারোপ করেন। মসজিদ পরিদর্শনকালে ওই মসজিদের মুসল্লি ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকেও মিলিত হন তিনি।  

তিনি বলেন, স্কটল্যান্ড এমন একটি দেশ যেখানে বৈচিত্রতাকে মূল্যায়ন করা হয়। স্কটিশ সরকার চায় মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে এবং ধর্ম ও সংস্কৃতির বৈচিত্রতার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টির প্রসার ঘটাতে।  

স্টারজিওন আরও বলেন, সন্ধি ও সমঝোতা প্রসারের ক্ষেত্রে আমরা সকলেই দায়িত্ববান। উগ্রতাবাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে হবে। আমার বিশ্বাস, বৈচিত্রতা একটি দূর্বলতা নয়, একটি শক্তি। আর এমন একটি বিষয় যাকে মূল্যায়ন করা আবশ্যক।

-বিবিসি অবলম্বনে 

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।