ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

শেষদিনে জমে উঠেছে হজ ও ওমরাহ মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
শেষদিনে জমে উঠেছে হজ ও ওমরাহ মেলা ছবি: সংগৃহীত

শেষ দিনে জমে উঠেছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে শুরু হওয়া দশম হজ ও ওমরাহ মেলা।

ঢাকা: শেষ দিনে জমে উঠেছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে শুরু হওয়া দশম হজ ও ওমরাহ মেলা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় চার দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা।

 

এ মেলায় স্থান পেয়েছে ছয়শ’র বেশিও স্টল। চলছে হজ বুকিং। হজ এজেন্সিগুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরছেন বিভিন্ন অফার। ছবি:হজ ও ওমরাহ মেলা। এ সম্পর্কে এন জেড ফাউন্ডেশন অ্যান্ড হজ মিশনের ব্যবস্থাপক মোহাম্মদ সোলাইমান বলেন, ‘হাজীদের কথা মাথায় রেখে আমরা প্যাকেজগুলো সাজিয়েছি’। ‘মিনা-আরাফা-মুজদালিফা-জামারা পর্যন্ত প্রায় ৯ থেকে ১০ কিলোমিটার পথের জন্য এসি বাসের ব্যবস্থা করেছি’।

এছাড়া জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা ও মদিনা পর্যন্ত বিলাসবহুল গাড়ির ব্যবস্থাসহ হাজীদের চাহিদা অনুযায়ী পাঁচ তারকা ও তিন তারকা প্যাকেজও রয়েছে আমাদের।

ওমরাহ পালনের জন্য মক্কা ও মদিনার সবচেয়ে কাছাকাছি থাকা ও খাওয়াসহ এক লাখ ১৫ হাজার টাকার প্যাকেজও রয়েছে বলে জানান মোহাম্মদ সোলাইমান।

মেলায় আসা হজ পালনে ইচ্ছুদের সমাগম ভালোভাবে দেখছে হজ এজেন্সিগুলো।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।