বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালে দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। শুরুতেই বয়ান করেন মাওলানা আনাস আহমেদ।
জেলার দৌলতখান উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগারহাটে প্রায় শত একর জতি এ ইজতেমার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকার কয়েক লাখ মুসল্লি ছাড়াও ভারত ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা অংশ নিচ্ছেন।
ইজতেমা আয়োজক সূত্র জানায়, মুসল্লিদের জন্য ইজতেমা ময়দানে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা রাখা হয়েছে। এছাড়া অজুখানা, শ্যালো ও ডিপ টিউবওয়েল, পুকুর, শৌচাগার এবং স্বাস্থ্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন বাংলানিউজকে জানান, সার্বিক নিরাপত্তায় ৫১০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে চারটি পর্যবেক্ষণ ক্যাম্প। এছাড়া সাদা পোশাকেও পুলিশ রয়েছে। তদারকি করা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা।
শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে তিনদিনের এ ইজতেমা শেষ হবে।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এজি/এসআই