ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

টেক্সাসের মসজিদে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
টেক্সাসের মসজিদে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা আগুনে ক্ষতিগ্রস্থ টেক্সাসের ভিক্টোরিয়া ইসলামিক সেন্টার

২৭ জানুয়ারি রাত ২টায় আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাসের ‘ভিক্টোরিয়া ইসলামিক সেন্টার’ নামের মসজিদটি পুড়িয়ে দেওয়া হয়। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) ভিক্টোরিয়া পুলিশ, অগ্নিনির্বাপক দফতর ও অ্যালকোহল-টোব্যাকো-আগ্নেয়াস্ত্র বিভাগ একসঙ্গে কাজ করছে।

এরই মাঝে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের ধরিয়ে দেওয়ার জন্য ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। খবর রয়টার্সের।

 

তদন্তের পর প্রমাণ হয়, মসজিদের অগ্নিকাণ্ড নিজ থেকে ঘটেনি, এখানে আগুন লাগানো হয়েছে। তাই অভিযুক্তদের সম্পর্কে যারা তথ্য দেবে তাদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।  

উল্লেখ্য টেক্সাসের শহর অস্টিনের ওই মসজিদে অাগুনের প্রেক্ষিতে অনুমানিক পাঁচ লাখ ডলারের ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই মসজিদটির পুনর্নির্মাণে ১০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।