ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মুনিরীয়া যুব তবলীগের ঐতিহাসিক এশায়াত সম্মেল শুরু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
মুনিরীয়া যুব তবলীগের ঐতিহাসিক এশায়াত সম্মেল শুরু মুনিরীয়া যুব তবলীগের সম্মেলনে প্রচুর ভক্ত-আশেকান যোগ দিয়েছেন

ঢাকা মহানগর নাট্যমঞ্চ ময়দানে অরাজনৈতিক তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ঐতিহাসিক এশায়াত সম্মেলন শুরু হয়েছে। ইতোমধ্যে সম্মেলন স্থল জনসমুদ্রে পরিণত হয়েছে।

সম্মেলনে বাংলাদেশের ভক্ত-আশেকান ছাড়াও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে ধর্মপরায়ণ ভক্ত-অনুসারীরা যোগ দিয়েছেন।  
সম্মেলনের পুরো ময়দানজুড়ে লাগানো হয়েছে স্পেশাল সিসি ক্যামেরা।

আইন শৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সংগঠনের নিজস্ব স্বেচ্ছাসেবকরা শৃংখলা ও নিরাপত্তার কাজ করছেন।

এশায়াত সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ও সম্মেলনস্থল বর্নিল সাজে সাজানো হয়েছে।  

সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-উলামা, ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি ও সাংবাদিকরা বক্তব্য রাখবেন।  

এশায়াত সম্মেলনের প্রধান মেহমান কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরাবার শরীফের মহান মোর্শেদ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী।  

ঐতিহাসিক এই এশায়াত সম্মেলন চলবে মধ্যরাত পর্যন্ত।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।