ছারছীনা দরবার শরিফের প্রতিষ্ঠাতা শাহ সুফি মাওলানা নেছারুদ্দীন আহমদের (রহ.) ৬৫তম ও তারই জানেশীন শাহ সুফি মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহের (রহ.) ২৭তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষ্যে ছারছীনা মাদরাসার ১২৭তম মাহফিলের আয়োজন করা হয়।
সন্ধ্যা নদীর তীরে অবস্থিত দরবার শরিফের বিশাল ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
হজরত পীর সাহেব কেবলার তালিম, কোরআন তেলাওয়াত, মিলাদ-কিয়াম ও নসিহতের মাধ্যমে মাহফিল শুরু হয়েছে।
তিন দিনব্যাপী মাহফিলের দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস, ট্রাক, নসিমন, লঞ্চ ও ট্রলারযোগে হাজার হাজার ভক্ত মুরিদান হাজির হয়েছেন।
মাহফিলে ইসলামের মৌলিক বিষয়াবলীর ওপর দলিলভিত্তিক আলোচনা পেশ করবেন ছারছীনা মাদরাসার শিক্ষক, ছারছীনা দরবারের খলিফা ও দেশের বিশিষ্ট আলেমরা।
মাহফিলের প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরিব জিকির-আজকার এবং তাসাউফের ওপর গুরুত্বপূর্ণ বয়ান ও সোমবার বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা শরিফের পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এমএইউ/