এবার ছিল প্রতিযোগিতার ৫ম আসর। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় ১০ মার্চ।
উত্তর মধ্য জার্মানির বিখ্যাত শহর হামবুর্গের ইসলামিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতা নারী ও পুরুষদের নিয়ে আলাদা আলাদা গ্রুপ ছিল।
১২ তারিখে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগীতা শেষ হয়।
প্রতিযোগিতায় ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী মুসলমানরা অংশগ্রহণ করেন।
জার্মানীর মুসলিম সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্ক, সুইডেন ও জার্মানীর বিখ্যাত কারিরা।
সুললিত কন্ঠে আজান, সম্পূর্ণ কোরআন হেফজ, ৫ পারা কোরআন হেফজ এবং কেরাত বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই কোরঅান প্রতিযোগিতাকে কেন্দ্র করে হামবুর্গ ইসলামিক সেন্টার মুসলমানদের মিলনমেলায় পরিণত হয়।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএইউ/