ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ওমরার সময় এক মাস বাড়ানো হয়েছে

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
ওমরার সময় এক মাস বাড়ানো হয়েছে সৌদি আরব ওমরা পালনের সময়সীমা আরও একমাস বাড়িয়েছে

সৌদি আরব ওমরা পালনের সময়সীমা আরও একমাস বাড়িয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। 

আরও বেশি মানুষকে ওমরা পালনের সুযোগ দিতেই এ উদ্যোগ।

সাধারণ রীতি অনুযায়ী প্রতি বছর ১৫ রমজান পর্যন্ত ওমরা পালন করা যায়।

কিন্তু নতুন সময়সূচি অনুযায়ী এখন থেকে ওমরা ১৫ শাওয়াল (১০ জুলাই) পর্যন্ত আদায় করা যাবে।  

ওমরা পালনের সময় আগতদের সেবা প্রদানকারী বিভিন্ন কোম্পানি, সংস্থা, বিদেশি দূতাবাসকে ওমরার সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়। এ সংক্রান্ত চিঠিও ইস্যু করা হয়েছে।  

হজের সময় ছাড়া সারা বছর ওমরা পালন করার সুবিধা থাকলেও সাধারণ ধর্মপ্রাণ মানুষ পবিত্র রমজান মাসে ওমরা পালন করে থাকেন। রমজান মাসে ওমরা পালনের তাৎপর্য বেশি।  

সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় সূত্রের তথ্য মতে, গত বছর প্রায় ৬৪ লাখ মুসল্লিকে ওমরা পালনের জন্য ভিসা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

২০১৫ সালের চেয়ে এই সংখ্যা ছিল ৭ ভাগ বেশি।

গতবছর ওমরা পালনের জন্য সবচেয়ে বেশি ভিসা পেয়েছে মিসর। ২০১৬ সালে ওমরা পালনের জন্য ১৩ লাখ ৩ হাজার ৬৭ জন ভিসা পেয়েছেন।  

ওমরা পালনের ক্ষেত্রে ৯ লাখ ৯১ হাজার ৩৩৭ জনের ভিসা পেয়ে পাকিস্তান দ্বিতীয় অবস্থানে রয়েছে।  

এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। ওই দেশ থেকে ৬ লাখ ৯৯ হাজার ৬১২ জন ওমরা ভিসা পেয়েছেন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।