আরবি দৈনিক আল বিলাদ সৌদি আরবের প্রাচীনতম সংবাদপত্রগুলোর একটি। এটি ১৯৩২ সালের এপ্রিল মাসে সাল থেকে প্রকাশিত হচ্ছে।
আল বিলাদ কর্তৃপক্ষের মতে, সাংবাদিকতায় মানাল আল শরীফ নিজ দক্ষতা ও প্রতিভাগুণে সফলতার সাক্ষর রেখেছেন প্রায় দুই দশক ধরে। তিনি এ পদের যোগ্য দাবীদার। আমরা যোগ্য লোককেই নিয়োগ দিয়েছি।
মানাল আল শরীফ কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষায় স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। পরে শিকাগোর নর্থ উয়েস্টার্ণ বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া এবং সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা করেন।
তিনি লেবাননের জনপ্রিয় নাহার পত্রিকা থেকে অনুসন্ধানমূলক লেখার জন্য ফেলোশীপ পেয়েছিলেন।
মানাল আল শরীফ প্রথম সৌদি নারী সাংবাদিক, যিনি ২০০১ সালে জাতিসংঘের অধীনে এক বিশেষ কর্মশালার অধীনে প্রশিক্ষণ নিয়েছেন।
সাংবাদিকতায় বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ২০ বছর ধরে আল ইকতিসাদিয়া, আল ওয়াতান, মদিনা ও ওকাজে কাজ করেছেন।
মানাল আল শরীফের নিয়োগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এমএইউ/