ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আল্লাহুম্মা লাব্বায়েকের ডাকে ঢাকা ছাড়লো ১ম ফ্লাইট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
আল্লাহুম্মা লাব্বায়েকের ডাকে ঢাকা ছাড়লো ১ম ফ্লাইট বিমান ছেড়ে যাওয়ার আগে দোয়া-মোনাজাত, ছবি ও ভিডিও: জিএম মুজিবুর

ঢাকা: চলতি হজ মৌসুমের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১ ফ্লাইটটি ৪১৮ হজ যাত্রী নিয়ে ছেড়ে গেছে।

সোমবার (২৪ জুলাই) সকাল ৭টা ৫৫ মিনিটে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েকের ধ্বনিতে মুখরিত বিমানটি রওয়ানা দেয়।

এদিন আরও তিনটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এর মধ্যে বিজি-৩০১১ বেলা ১১টা ৫৫ মিনিট, যাত্রী ৪১৯জন। বিজি-৭০১১ বিকেল ৭টা ৫৫ মিনিট, যাত্রী ৪১৯ জন এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে যাবে।
ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে মন্ত্রী বক্তব্য দিচ্ছেন, ছবি: জিএম মুজিবুরগত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনার হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান উদ্বোধনী ফ্লাইটের হজ যাত্রীদের বিদায় জানান। তার আগে কুশল বিনিময়সহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসআইজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।