ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মাত্র ৫ ঘণ্টায় কোরআন খতম করলেন ফিলিস্তিনের হাফেজ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
মাত্র ৫ ঘণ্টায় কোরআন খতম করলেন ফিলিস্তিনের হাফেজ মোহাম্মদ আল রাহি কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন

মাত্র ৫ ঘণ্টায় কোরআন খতম করে চমকে দিয়েছেন ফিলিস্তিনের এক হাফেজ। ওই হাফেজ ফিলিস্তিনের গাজা শহরের রাফার এলাকার অধিবাসী। নাম মোহাম্মাদ আল রাহি।

১৮ বছর বয়সী মোহাম্মদ আল রাহি পবিত্র কোরআনের হাফেজ। তিনি মাত্র ৫ ঘণ্টা তেলাওয়াত করে কোরআন খতম করেছেন।

বুধবার (২ আগস্ট) বৈঠকে উপস্থিত লোকদের সামনে পুরো কোরআন তেলাওয়াত করে খতম করেন তিনি।  

মোহাম্মাদ আল রাহি স্থানীয় সময় সকাল ৭টায় কোরআন তেলাওয়াত শুরু করেন এবং বেলা ১২টার মধ্যেই তার কোরআন খতম শেষ হয়ে যায়।

মোহাম্মদ রাহির এই কৃতিত্ব প্রসঙ্গে রাফায় অবস্থিত দারুল কোরআন ও সুন্নত কাউন্সিলের প্রধান খালিদ আবুন্দি বলেন, এমন যুবক, আগ্রগী ও উদ্যামী হাফেজদের মাধ্যমে মসজিদুল আকসা মুক্ত হবে এবং আমরা সেখানে স্বাধীনভাবে নামাজ আদায় করতে পারবো। তারাই একদিন মসজিদুল আকসা মুক্তির জন্য সেনাপতির ভূমিকা পালন করবে। ’

রাফার দারুল কোরআন ও সুন্নত কাউন্সিল যুবকদের কোরআনের আলোকে জীবন গড়ে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকে।  

সেই প্রশিক্ষণ কেন্দ্রে মোহাম্মদ আল রাহি প্রশিক্ষকদের কাছে এক বৈঠকে পুরো কোরআন তেলাওয়াত করে শোনান।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।