ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ইসলাম

হজ ক্যাম্পে এখন পিন পতন নীরবতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
হজ ক্যাম্পে এখন পিন পতন নীরবতা নীরব হজক্যাম্প। ছবি: দীপু মালাকার

ঢাকা: আশকোনার হজ ক্যাম্পে এখন পিন পতন নীরবতা। গত এক মাসেরও বেশি সময় ধরে লক্ষ মানুষের পদচারনায় কোলাহলমুখর পরিবেশের লেশ মাত্র নেই এখন।

গত ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন হজ ক্যাম্পের। এরপর থেকে তরুণ, যুবক, বৃদ্ধ নানা বয়সী হাজারো মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে হজ ক্যাম্প।


 
হজ অফিসের সহকারী পরিচালক আব্দুল মালেক বাংলানিউজকে বলেন, গত একমাস ধরে আমরা ঠিকমত খাওয়া, ঘুমেরও সময় পাইনি। একের পর এক বিভিন্ন সমস্যার সমাধান করেছি। কথা বলতে বলতে বাসায় গিয়ে পরিবারের সাথে আর কথা বলার সুযোগ হতো না।
নীরব হজক্যাম্প।  ছবি: দীপু মালাকার সোমবার (২৮ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৫ ফ্লাইটের মাধ্যমে এই কর্মযজ্ঞের সমাপ্তি হয়েছে। তবে এদিনও দালাল চক্রের খপ্পরে পড়া শতাধিক হজযাত্রীর যাত্রা অনিশ্চিত ছিলো।
 
শেষ পর্যন্ত অবশ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুণ ভিসা-পাসপোর্টধারী ৮১ জনের হজযাত্রার বিষয়ে প্রতিশ্রুতি দেন। পরে সোমবার দিনগত রাত দেড়টার দিকে অবশিষ্ট হজযাত্রীদের খোঁজ নিতে হজ ক্যাম্পে গিয়ে একজন ব্যক্তিরও দেখা মেলেনি।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে সাধারণ হজযাত্রী, বিভিন্ন সংস্থা ও সরকারি কর্মকর্তা মিলে মোট ১ লাখ ২৮ হাজার ৪৬৮ জন হজে যাওয়ার অনুমতি পান। এর মধ্যে ৮৭২ জন সাধারণ হজযাত্রী ভিসা না পাওয়ায় হজে যেতে পারেননি।

বাংলাদেশ সময়:  ১০৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসআইজে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।