ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ইসলাম

সোমবার মুনিরিয়া যুব তবলিগের তরিক্বত কনফারেন্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, অক্টোবর ৭, ২০১৭
সোমবার মুনিরিয়া যুব তবলিগের তরিক্বত কনফারেন্স সোমবার মুনিরিয়া যুব তবলিগের তরিক্বত কনফারেন্স

ঢাকা: মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের উদ্যোগে সোমবার (৯ অক্টোবর) চট্টগ্রাম বায়েজিদস্থ গাউছুল আজম কমপ্লেক্স ময়দানে তরিক্বত কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

তরিক্বত কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের মহান মোর্শেদ আওলাদে রাসূল আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর কনফারেন্সে সভাপতিত্ব করবেন।  

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকি, চট্টগ্রাম চেম্বার সভাপতি আলহাজ মাহবুবুল আলম তালুকদার, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরি বাবুল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরি হাসান মাহমুদ হাসনি, জমিয়াতুল মোদাররেছিনের সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ আ.ন.ম হাদিউজ্জামান, দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আ.খ.ম আবু বক্কর ছিদ্দিক, ময়মনসিংহ ডি. এস. কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ আবদুর রহমান,  রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, এফবিসিসিআই সদস্য আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার, মদিনা ট্যানারিজের স্বত্বাধিকারী আবু আহমদ, এলবিয়ন ল্যাবরেটরীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমূখ।

মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ কর্তৃপক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের তরিক্বত কনফারেন্সে অংশগ্রহণের আহবান জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।