ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ইসলাম

গাউছুল আজম সিটিতে তরিকত কনফারেন্স সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, অক্টোবর ১০, ২০১৭
গাউছুল আজম সিটিতে তরিকত কনফারেন্স সম্পন্ন চট্টগ্রামের বায়েজিদে মুনিরিয়া যুব তবলিগের তরিকত সম্মেলনে বক্তব্য রাখছেন প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা

কাগতিয়া দরবারে রয়েছে আত্মশুদ্ধি অর্জনের ইসলামের শাশ্বত সোনালি অনুশীলন। এ দরবার প্রিয় নবী (সা.)-এর শিক্ষার আলোকে মুসলিম মিল্লাতকে সিরাতে মুস্তাকিমের দিকে ডেকে আসছে।

কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের মহান মোর্শেদ আওলাদে রাসূল আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনীর উল্লাহ আহমদী এসব কথা বলেছেন।  

সোমবার চট্টগ্রাম মহানগরের বায়েজিদে গাউছুল আজম সিটির কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফ কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক তরিকত কনফারেন্সে লাখো নবীপ্রেমিক মুসলমানদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।  

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা, বাংলাদেশ জমিয়তুল মোদাররেছীনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজি, ভাণ্ডারিয়া দরবার শরিফের পীর ছাহেব ও ভাণ্ডারিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল ইরশাদ মুহাম্মদ সিরাজুল মুনির, এফবিসিসিআই সদস্য আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. নেজাম উদ্দীন, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান মো. রাইসুল উদ্দিন সৈকত ও ফেভারিটা লিমিটেডের চেয়ারম্যান মুনতাহার সাকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।