ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে জোড় ইজতেমা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে জোড় ইজতেমা সম্পন্ন জোড় ইজতেমার ফাইল ছবি

গাজীপুর: আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত চারদিনের জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে (আছরের নামাজের পর) বাংলাদেশের মাওলানা মোহাম্মদ যোবায়ের জোর ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন।  

বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গত ১৭ নভেম্বর (শুক্রবার) বাদ ফজর মাওলানা রবিউল হকের আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় জোড় ইজতেমা।

বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচদিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়।  

এবারও পাঁচদিন ব্যাপী জোড় ইজতেমা হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা চারদিনে শেষ করা হয়েছে। সোমবার আছরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে এবারের জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা।

তিনি জানান, এবার জোড় ইজতেমায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় পৌনে দুই লাখ মুসল্লি অংশ নেন। সুন্দর ও সফলভাবে এবার জোড় ইজতেমা শেষ হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।